রবিবার, ২৮ জুলাই, ২০১৩

গল্প নয় সত্যি

          আজ আমি আপনাদের একটি গল্প বলব। এটাকে গল্প বলা ঠিক হবে কিনা জানিনা। কারণ এটি আসলে কোন গল্প না। একটি বাস্তব ঘটনা। যেকোন গল্পের শুরুতে একটি ভূমিকা থাকে। এই গল্পেরও একটি ভূমিকা আছে। আবারও গল্প বলছি।একই ভুল দুইবার। জানিনা ঘটনাটি সঠিকভাবে উপস্থাপন করতে পারব কিনা। গল্প তো গল্পই। গল্পে সবকিছুই সম্ভব। আর বাস্তব বড়ই নিষ্ঠুর, কঠিন। তাই বাস্তব ঘটনাকে গল্প বলা ঠিক হবে না।যাহোক ভূমিকা বাদ এবার আসা যাক মূল ঘটনায়।ঘটনাটি ২০০৪ সালের ৩১ জুলাই বৃহস্পতিবার।আপনারা ভাবছেন সাল মনে আছে বুঝলাম, কিন্ত তারিখ ও বার মনে আছে কেমন করে? কিছু কিছু তারিখ ও বার আছে যা কখনো ভোলার নয়। ২০০৪ সালের ৩১ জুলাই রোজ বৃহস্পতিবার তেমন একটি তারিখ ও বার।

         সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছি।